পদ্মায় জালে ধরা পড়ল ৩২ কেজির কাতল, ৫২ হাজারে বিক্রি

New-Project.jpg

জেলেদের হাতে ৩২ কেজির কাতল

২৪ ঘণ্টা বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি বিশাল কাতল মাছ। স্থানীয় একটি মাছের হাটে মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে, যা এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে চানমিয়ার জালে মাছটি ধরা পড়ে।  মাছটি ধরার খবর দ্রুতই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়। পরে বাহাদুরপুর মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। হাটে উপস্থিত ব্যবসায়ীরা দরপত্রে অংশ নেন এবং শেষ পর্যন্ত স্থানীয় এক খুচরা মাছ ব্যবসায়ী ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলেরা জানান

জেলে চানমিয়া জানান, ভোররাতে একটি ট্রলারে তিনি তার দলের লোকজন নিয়ে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পান না তাঁরা। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সেখানে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পরেন বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া সাইদ মোল্লার মাছের আড়তে ওজন দিয়ে দেখেন ৩২ কেজি ৬০০ গ্রাম মাছটি।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “এতো বড় কাতল মাছ সচরাচর পাওয়া যায় না। বিশেষ করে পদ্মার মাছের স্বাদ অতুলনীয়। তাই আমি দামের দিকে না তাকিয়ে মাছটি কিনেছি। কেটে খুচরা বিক্রি করব।”

এদিকে, এমন একটি মাছ ধরতে পারায় খুশি জেলে আবুল হোসেন বলেন, “অনেক দিন পর এমন বড় মাছ ধরতে পেরে খুবই ভালো লাগছে। এত দাম পেয়ে আমরা খুবই আনন্দিত।”

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে জলজ জীববৈচিত্র্য আগের মতো না থাকলেও মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে যা এখনো নদীর জীবনীশক্তির প্রমাণ বহন করে। তবে তারা চান, পদ্মার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও এগিয়ে আসা উচিত।

এ ধরনের বড় মাছ ধরা পড়া ও উচ্চমূল্যে বিক্রি হওয়া জেলেদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করছে, যা নদীভিত্তিক জীবিকা টিকিয়ে রাখার পক্ষে ইতিবাচক বার্তা বহন করে।

Leave a Reply

scroll to top