থ্রিঙ্কফ্রন্টের আয়োজনে ‘কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই’—তরুণদের কণ্ঠে ভবিষ্যতের স্বপ্ন

New-Project-3.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী ভিডিও ক্যাম্পেইন — “কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই”। সামাজিক উদ্যোগ ‘থ্রিঙ্কফ্রন্ট’-এর আয়োজনে এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তা, প্রস্তাবনা ও স্বপ্ন তুলে ধরতে পারবে ভিডিওর মাধ্যমে। উদ্যোগটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষার্থীদের কাছে থেকে ভিডিওর মাধ্যমে আইডিয়া সংগ্রহ করা হবে যাতে তারা তাদের কাঙ্ক্ষিত ক্যাম্পাস বাস্তবায়নের প্রস্তাব দিতে পারে। অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীরা “আমি কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই” — এই বিষয়ক ছোট একটি ভিডিও তৈরি করে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে (০১৬৮৫২৮৮৬৭৬)। ভিডিও জমা দেওয়ার শেষ সময় ৮ মে।

এই ক্যাম্পেইনের সেরা আইডিয়াগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার এবং তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। এছাড়াও পরবর্তী সাতজন পাবেন বিশেষ পুরস্কার ও সনদপত্র।

থ্রিঙ্কফ্রন্ট-এর প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মতামত, চিন্তা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত সময়োপযোগী। এই ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি তাদের বাস্তব সমস্যা, চাহিদা ও ভাবনা তুলে ধরতে পারবে, যা প্রশাসনের নজরে আনলে নীতিগত ও অবকাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়।”

তিনি আরও বলেন, “এই ধরনের ক্যাম্পেইন শুধু মতামত প্রকাশের সুযোগ নয়; এটি শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা, বক্তৃতা ক্ষমতা ও মিডিয়া পরিচালনার অভিজ্ঞতাও বাড়াবে। ‘মাই ক্যাম্পাস, মাই থটস’ শীর্ষক এই উদ্যোগ একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

উল্লেখ্য, ‘থ্রিঙ্কফ্রন্ট’ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য — “সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ” গঠনে শিক্ষার্থীদের যুক্ত করা এবং সামাজিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।

Leave a Reply

scroll to top