রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। দুদলের জন্যই ম্যাচটি নিয়মরক্ষার। ম্যাচটি শেষপর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। বেরসিক বৃষ্টিতে পণ্ড হওয়ার জোগাঢ় দুই দলের সম্মানের লড়াই। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমলেও, শহরের আকাশ আজও মেঘাচ্ছন্ন। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হওয়ার কথা চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম এই ম্যাচটি।
বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে পিন্ডিতে। তবে বৃষ্টির সম্ভাবনা এখন ৪৩ শতাংশ, যদিও তা গতকালের ৭০ শতাংশের তুলনায় অনেকটাই কম। অ্যাকুওয়েদার বলছে, এদিন সেখানে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। আর বিবিসি ওয়েদার অনুযায়ী, ম্যাচ শুরুর সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, পরে যা রেড়ে হতে পারে ৭০ শতাংশ পর্যন্ত।
আর বিবিসি ওয়েদার অনুযায়ী, ম্যাচ শুরুর সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, পরে যা রেড়ে হতে পারে ৭০ শতাংশ পর্যন্ত। তবে খুব বেশি বৃষ্টি না হলে দেরি করে হলেও মাঠে গড়াবে ম্যাচ। রাওয়ালপিন্ডির তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে পুরো ৫০ ওভারের খেলা সম্ভব না হলেও, সংক্ষিপ্ত ওভারের একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থা খুব উন্নত নয়, যার ফলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের মতো এই ম্যাচও বাতিল হওয়ার ঝুঁকি থাকছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল অজি-প্রোটিয়াদের ম্যাচটি।
শেষ পর্যন্ত এমন হলে, প্রথম দুই ম্যাচ হেরেও ১ পয়েন্ট সাথে নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দুই দলই হেরেছে তাদের প্রথম দুই ম্যাচ। তবে নেট রান রেট ভালো থাকায় বাংলাদেশ অবস্থান করছে পাকিস্তানের উপরে, ৩ নম্বরে। শেষ এই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে নেবে দুই দল। ফলে বাংলাদেশ ও পাকিস্তান উভয়েরই পয়েন্ট বেড়ে হবে সমান ১ করে। রান রেটে এগিয়ে থাকার ফলে বাংলাদেশ থাকবে তিনেই। বিপরীতে, তলানিতে থেকে ঘরের মাঠের টুর্নামেন্ট শেষ করতে হবে পাকিস্তানকে। ম্যাচ পন্ড হলে গ্রুপ ‘এ’-এর তলানির জায়গা এড়িয়ে সম্মানজনক বিদায় নেবে নাজমুল হোসেন শান্তর দল।