কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটামও দিয়েছেন তারা।
বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এতে ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের অভিযোগ
মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন, “শিক্ষক সংকট নিয়ে আমরা একাধিকবার বিজ্ঞান অনুষদের ডিন স্যারের সঙ্গে কথা বলেছি, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আমাদের অভিভাবকের মতো, অনুগ্রহ করে আমাদের ভবিষ্যৎ নিয়ে উদাসীনতা দেখাবেন না। আমরা দ্রুত শিক্ষক নিয়োগ চাই।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “আমাদের বিভাগে কাগজে কলমে ১২ জন শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র ৫ জন শিক্ষক আছেন। তার মধ্যে একজন আবার বিজ্ঞান অনুষদের ডিন, ফলে কার্যত চারজন শিক্ষকই ক্লাস নিচ্ছেন। এতে প্রত্যেক ব্যাচকে মাত্র দুটি করে কোর্স পড়ানো সম্ভব হচ্ছে। সেশনজটে পড়তে হচ্ছে আমাদের। দ্রুত শিক্ষক নিয়োগ না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
জানা গেছে, বর্তমানে ফার্মেসি বিভাগের ১২ জন শিক্ষকের মধ্যে ৭ জনই শিক্ষা ছুটিতে থাকায় বিভাগের একাডেমিক কার্যক্রম মাত্র ৫ জন শিক্ষকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে তারা আন্দোলনের পরবর্তী ধাপে যাবে।