সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার

New-Project-42-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম (৬১) কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থানা পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি সেখানে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি পুলিশের নজরে আনলে, পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তাকে শ্রীপুর থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

scroll to top