সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

New-Project-2025-01-11T225133.241.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অবশেষে বহুল প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিন দুয়েক আগে অবসরের ঘোষণা দিয়ে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বোলিং নিষিদ্ধ সাকিব আল হাসানকেও রাখা হল না স্কোয়াডে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের বাংলাদেশ দলে জায়গা পেলেন না ছন্দ হারানো অভিজ্ঞ ওপেনার লিটন দাস। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে চার বিশেষজ্ঞ পেসার।

অনেকদিন ধরেই অফ ফর্মে ওপেনার লিটন দাস। অনুমেয় ছিল বাদ পরবেন এই ব্যাটার। তবে তিনি না থাকলেও দলে আছেন চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থাকা সৌম্য সরকার। তাকে ওপেনিং এ সঙ্গ দিবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডেল অর্ডার সামলাবেন অভিজ্ঞ সেনানী মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদদের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাসকিন আহমেদের সাথে পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। তবে কম্বিনেশনের জন্য দলে রাখা হয়নি হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ খেলবে একই গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারত বাদে বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে।

দুই গ্রুপের শীর্ষ দুই দল চলে যাবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ আর ৫ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। ৯ মার্চ মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। ফাইনালে ভারত উঠলে খেলা হবে দুবাইয়ে, ভারত না উঠলে খেলা হবে লাহোরে। গ্রুপ পর্বে না থাকলেও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে থাকবে রিজার্ভ ডে। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

Leave a Reply

scroll to top