সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে, সংবাদ প্রকাশের জেরে, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি, কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাঙ্গাবালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ আয়োজন করা হয়।
রাঙ্গাবালী প্রেস ক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকের নামে বনখেকো চক্রের ষড়যন্ত্র মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে, দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বনখেকো চক্র।
এ ধরণের ঘটনা সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করেন তারা।
অপপ্রচারকারীদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবেনা। অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সরেজমিনে দেখা গেছে, গাছ কাটার আলামত লুকাতে কোন গাছের গোড়া ও শাসমূলক দিয়েছে মাটিচাপা। আবার কোনটির গোড়া ডেকে রেখেছে শিকড়-বাকড় দিয়ে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, চক্রটি গাছ কেটে একসঙ্গে পাচার করতে না পারলে আশপাশের বাড়ির পুকুর ও মাছের ঘেরে লুকিয়ে রাখছে। কেটে ফেলে রাখা সেসব গাছের টুকরো (গুড়ি) কিংবা ডাল-পালা প্রকাশ্যে হরিলুটও হচ্ছে। গাছের টুকরো হরিলুটের এমন চিত্র ধরা পড়েছে ক্যামেরায়।
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকের নামে বনখেকো চক্রের ষড়যন্ত্র করে প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। গাছ কাটার বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাকে ফাঁসাতে তার বাড়ির পুকুর কিংবা মাছের ঘেরেই ফেলে রাখছে কাটা গাছের টুকরো। চরযমুনার একটি ঘের পরিচালনার দায়িত্বে থাকা হাবিবুর রহমান বলেন, ‘আমার ঘেরে ৩০ থেকে ৩৫টি গাছ ফেলে রাখছে। পরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে গাছগুলো ঘেরে ফেলে রাখা হয়েছে। কাটা গাছের কষের কারণে আমার ঘেরের অনেক মাছ মারা গেছে। আমি এর বিচার চাই।’
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাকারিয়া বলেন, ‘আমরা উপকূলীয় এলাকার লোকজন। প্রতিবছরই ঝড়-বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এই বাগান আমাদের অভিভাবক তথা ঢাল স্বরূপ। এই বাগানের কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাই। কিন্তু দিনদিন এই বাগান উজাড় করে নিয়ে যাচ্ছে একটা মহল।