সড়ক দুর্ঘটনার কবলে শাবিপ্রবি শিক্ষকদের বাস

New-Project-24-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি বাস। তবে এতে কোনো শিক্ষক আহত হননি।

সোমবার (২০ জানুয়ারি) টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবিপ্রবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, ট্রাকটি আটকে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

scroll to top