সংস্কারে আন্তরিক বিএনপি: মির্জা ফখরুল

New-Project-3-5.jpg
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে। বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পরই সুষ্ঠু নির্বাচন চায়। সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ কে যেন ভুলে না যাই। ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার। তারপরেই জুলাই গণঅভ্যুত্থান। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়।
ফখরুল অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা প্রস্তাবনা বিএনপি আগেই বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে উপস্থাপন করেছে। ফখরুলের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার মূল পথ নির্বাচন। বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পরই সুষ্ঠু নির্বাচন চায়। সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না।

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, যদি সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো, তাহলে এই প্রক্রিয়া আরো কার্যকর হতো।

Leave a Reply

scroll to top