শ্রীপুরে অবৈধ মাদক উদ্ধার অভিযানে প্রায় ১৭ লাখ টাকার বিদেশী মদ জব্দ

New-Project-14-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কালিয়াকৈর রোডের একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৭ বোতল বিদেশী মদ জব্দ করেছে পুলিশ। পূর্ব সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাওনা বাজার রোডের এক বাসায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধান করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় নবী হোসেন এবং সজল নামের দুই মাদক কারবারি।

এসময় তল্লাশি চালিয়ে নবী হোসেনের বাসা থেকে ৭টি মশার কয়েলের কার্টনের ভেতরে লুকানো অবস্থায় ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করে পুলিশ। যার মোট ওজন ৬০ লিটার এবং আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা।

এই ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন খান বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

scroll to top