শিশুকে ধর্ষণের অভিযোগ দোকানির বিরুদ্ধে

New-Project-2025-03-28T194301.669.jpg
নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।  শুক্রবার (২৮ মার্চ ) দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় ওই শিশু একা দোকানে চকলেট কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আজ শুক্রবার এগারোটার দিকে পাঁচ বছর বয়সী একটি মেয়ে একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় এলাকায় একটি দোকানে চকলেট কিনতে যায়। দোকানটি তখন বন্ধ থাকলেও দরজায় ডাক দেয় শিশুটি। দেকানি দরজা খুললে শিশুটি চকলেট কিনবে বলে দরজা দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করলে দোকানদার দরজা বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা দোকানি হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কটিয়াদি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও বলেন শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

scroll to top