রাবির অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

New-Project-3-4.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর শামসুন নাহার মোল্লার (৮৬) মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রফেসর শামসুন নাহার মোল্লা আজ শুক্রবার ভোর প্রায় ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি বিভাগীয় সভাপতি ও দুটি হলের প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র রেখে গেছেন। তিনি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ রাবি ইতিহাস বিভাগের মরহুম প্রফেসর কছিম উদ্দীন মোল্লার সহধর্মিণী।

আজ শুক্রবার বাদ জুমআ রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

scroll to top