রাঙ্গাবালীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

New-Project-56.jpg
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাসা থেকে মাদ্রাসার উদেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়েছে সাকিব মাহমুদ জাবের (১১) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি এখোনো । এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন।
সাকিব মাহমুদ জাবের রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পুর্ব নেতা গ্রামের ইউনুচ সরদারের ছেলে। সে রাঙ্গাবালী পুর্ব নেতা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। গত ২ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় গত সোমবার (৩ ফেব্রয়ারী) সকালে সাকিব মাহমুদ জাবেরের খালা মনিকা রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ বলছে, মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে। অনুসন্ধান চলমান থাকবে।
নিখোঁজ শিক্ষার্থীর খালা মনিকা জানান, তাঁর ভাগিনা সাকিব মাহমুদ জাবের স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।  গত ২ ফেব্রুয়ারি সকালে সাকিব মাহমুদ জাবের বাসা থেকে মাদ্রাসার উদেশ্যে বের হয়। পরিবারের ধারণা ছিল সাকিব মাহমুদ জাবের মাদ্রাসায় গেছে। পরে সাকিব মাহমুদ জাবেরের নানা তার সাথে দেখা করতে মাদ্রাসায় গেলে জানতে পারে সাকিব মাহমুদ জাবের মাদ্রাসায় আসেনাই পরে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত সোমবার রাঙ্গাবালী থানায় জিডি করা হয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি তার নাতিকে খোঁজ দিতে পারেন তাহেলে তাকে বিশেণ ভাবে পুরস্কার প্রদান করা হবে।
শিক্ষার্থীর বাবা মো. ইউনুস সরদার বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
এই নিয়ে এলাকা বাসির সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সেই দিন মাদ্রাসা যায় সাকিব মাহমুদ জাবের কিন্তু সেই দিন কোথায় গেলো তা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তার সহপাঠি ও তাদের অধিভাবকদের মধ্যে ভয় কাজ করছে বলে জানান তারা। তারা জানান, ছোট ছোট বাচ্চারা দলে বেধে সবাই মাদ্রাসা যায় কিন্তু জাবের হারিয়ে যাবার কারণে এখন তাদের ছেলেরা মাদ্রাসা যেতে ভয় পাচ্ছে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারৎ হোসেন বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে। ওই শিক্ষার্থী মোবাইল ব্যাবহার না করার কারণে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব হচ্ছে বলে জানা তিনি।

Leave a Reply

scroll to top