রাঙ্গাবালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ 

New-Project-22-5.jpg

রাঙ্গাবালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির এক নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করার করার প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন এ প্রতিবাদ জানান বিএনপির ওই নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুণী ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন মৃধা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ মার্চ  একটি  অনলাইন সংবাদ পোর্টালে আমাকে জড়িয়ে ‘পাওনা টাকা চাইতে গিয়া মারামারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।   সেখানে উল্লেখ করা হয়েছে, আমি ইলিয়াস মৃধার দোকানে বাকিতে মাল নিয়েছি এবং পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার সহযোগীরা তাকে মারধর করেছি। এটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক।

তিনি আরও বলেন, “ইলিয়াস মৃধার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাই তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বরং সে এর আগেও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা করেছে। ঘটনার দিন আমি উল্লিখিত স্থানে ছিলাম না, এবং তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ হয়নি। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র।”

এ সময় তিনি দাবি করেন, “ইলিয়াস মৃধা রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধার চাচা এবং অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকায় পরিচিত। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, স্থানীয়ভাবে তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করা হোক এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের  ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

scroll to top