রাঙ্গাবালীতে ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

New-Project-7-11.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) ছোটবাইশদিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। “যাকাত ওশর আদায় করি, সুদমুক্ত সমাজ গড়ি ” এই স্লোগানকে ধারন করে রাঙ্গাবালীর আপামর জনসাধারণ, তরুন ছাত্র সমাজের সকলে মিলে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত তরুনদের ন্যায় সকলেরই ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে ২০২৫ সেশনের জন্য ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশন রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন সাইফ আল ইমরান ও সেক্রেটারি মুন্সি মুহাম্মদ ইমরান হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গাবালী উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আল হেলাল,সাইফুল ইসলাম,বিল্লাল হোসাইন,হাসিবুর রহমান হাসিব,মুহাম্মদ তায়েব,মাহমুদুজ্জামান ইমনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশনের যাবতীয় কার্যক্রম ও সংগঠনকে আরে বেগবান করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সাইফ আল ইমরান ও সেক্রেটারি মুন্সি ইমরান হোসেন।

পরবর্তীতে ২০২৫ সেশনের জন্য মনোনীত সভাপতি ও সেক্রেটারির শপথ গ্রহন ও দোয়া মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশন নামে অরাজনৈতিক এই সেচ্ছাসেবী সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

scroll to top