রাঙ্গাবালীতে ইসলামি যুব আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

New-Project-5-4.jpg
পটুয়াখালী প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে সকল শহিদদের স্মরণে ও বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে, উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি এম এ ইউসুফ আলীর সভাপতিত্বে ও মাওলানা মো. ফিরোজ আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহিদ হাসান লিটন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন, রঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ডা. মো. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুসাদ্দেক হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, সাবেক সভাপতি জনাব আমির হোসেন মোল্লা, কোষাধক্ষ্য মুফতি মাহবুবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভা শেষে জুলাই বিপ্লবে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

scroll to top