পাকিস্তানি টিকটক তারকা ‘সাইকো আরবাব’। যার আসল নাম ছিল সিমা গুল। সম্প্রতি তাকে দেশটির খাইবার পাখতুনখোয়ার প্রদেশের রাজধানী পেশাওয়ারে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে দেশটির সংবাদমাধ্যম বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।
সিমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন, তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে। তিনি বলেন, সিমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লেডি রিডিং হাসপাতালে (LRH) নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পদার্থ অতিরিক্ত সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়তো মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এদিকে স্থানীয় পুলিশ টিকটকারের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রেখেছে। পাশাপাশি জানা গেছে, ওয়ারসাক রোডের বাসায় থাকাকালীন টিকটকারের অবস্থা খারাপ হয়। ২০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। এ কারণেই অকাল মৃত্যু হয়েছে সাইকো আরবাবের।