যে সমীকরণে এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ

resize-7-1.jpeg
মো: আল মামুন খেলা ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল পাকিস্তান। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমদের দল। এ হারের মধ্য দিয়েই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।

এই জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার সমীকরণও সহজ হয়ে গেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জয় পেলেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে হারলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়াবে ‘ডু অর ডাই’।

বর্তমানে সুপার ফোরের পয়েন্ট তালিকায় এগিয়ে আছে ভারত। আজ ভারত জিতলে ৪ পয়েন্ট নিয়ে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেই নির্ধারিত হবে আরেকটি ফাইনালিস্ট। ওই ম্যাচে যে দল জিতবে, তারাই খেলবে শিরোপা নির্ধারণী লড়াই। তবে কোনো কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে ফাইনালে গড়াবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

নেট রানরেটের হিসেবে পাকিস্তান এখনো এগিয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের নেট রানরেট দাঁড়িয়েছে +০.২২৬। সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট +০.১২১। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে লিটন দাসরা।

তবে ফাইনালের টিকিট কাটা বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ। কারণ পাকিস্তানের হাতে যেখানে ম্যাচ মাত্র একটি, সেখানে টাইগারদের হাতে আছে দুটি ম্যাচ। আজ ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণ আরও সুস্পষ্ট হয়ে উঠবে।

Leave a Reply

scroll to top