মুক্তির এক সপ্তাহ না যেতেই আইনি বিপাকে ‘ব্যাডস অফ বলিউড’

1758606453162.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

শাহরুখপুত্র আরিয়ান কেরিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহ না যেতেই সিরিজটি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মুম্বাই পুলিশকে আর্জি জানিয়েছে। একই সঙ্গে নেটফ্লিক্সকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ সিরিজে নিষিদ্ধ ‘ই-সিগারেটের’ প্রচার দেখানো হয়েছে।

সিরিজটিতে রণবীর কাপুর একটি ক্যামিওতে ই-সিগারেট টানতে দেখা গেছে। এছাড়া আরিয়ান ও করণ জোহরের সঙ্গে মজার সংলাপও দেখানো হয়েছে। কিন্তু এই মুহূর্তই এনএইচআরসির নজরে এসেছে। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের আইন লঙ্ঘন করে সিরিজে ই-সিগারেট প্রচার করা হয়েছে, এবং কোনো স্বাস্থ্যসতর্কতা দেখানো হয়নি। সমাজকর্মী বিনয় জোশির অভিযোগে বলা হয়েছে, এটি তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে এবং নিষিদ্ধ দ্রব্যকে স্বাভাবিক করে তুলতে পারে। এনএইচআরসি জানিয়েছে, সিরিজটি দায়িত্বজ্ঞানহীন কনটেন্ট ছড়িয়ে জনস্বাস্থ্য ও আইন প্রয়োগকারী সংস্থার অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।

কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মুম্বাই পুলিশ কমিশনারকেও ই-সিগারেট সরবরাহ চক্র খতিয়ে দেখতে এবং দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‘ব্যাডস অফ বলিউড’ ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এতে রণবীর কাপুর ছাড়াও শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং সহ এক ঝাঁক তারকার ক্যামিও আছে। মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও বিজয়ন্ত কোহলি। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলী খান ও সারা আলী খানদেরও দেখা গেছে।

আইনি পদক্ষেপের কারণে মুক্তির মাত্র কয়েকদিনেই সিরিজটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলচ্চিত্রভক্ত ও সমালোচকদের নজর এখন তদন্ত প্রক্রিয়ায়।

Leave a Reply

scroll to top