ইতিহাস গড়ে ৭২তম এবং ২০২৪ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী। তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।
শনিবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বার্ষিক এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতায় ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ভিক্টোরিয়া।
তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।