মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।
নিহতরা হলেন- নাঈম হোসেন (৩০) ও অদুদ বেপারী (৩৫)। তাদের বাড়ি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে বলে জানা গেছে। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, রাতের অন্ধকারে ১০-১২ জন বহনকারী দ্রুতগতির একটি স্পিডবোটের সঙ্গে অপরটির সংঘর্ষ হয়। অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় স্পিডবোটে থাকা কয়েকজন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। রাতে ১টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।