ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

New-Project-11-7.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা বিএনপির এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি সহ বিএনপির ২ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃকতরা হলো. ভেড়াামরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবী, ষড়যন্ত্রমুলক ভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা এমনটি ঘটিয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগ ওঠে।

এরপরই বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। অগ্নি সংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সোমবার ভোররাতে সেনাবাহিনী’র চৌকষ একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন’র বাড়িতে। এসময় বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র, তাজা গুলি উদ্ধার করে। আটক করা হয় বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন এবং তার ভাই কাকন কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহাবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন’র উপর গত ৩০ অগাষ্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। গতকালও পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

scroll to top