ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা, আটক ২

New-Project-1-9.jpg

ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা, আটক ২

২৪ ঘণ্টা বাংলাদেশ

ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার দুইজনকে কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মালিক মো. মজনু মিয়া (২৭) কে এক মাসের কারাদন্ড এবং মালিকের ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং উৎপাদিত খাদ্যপণ্যগুলো নষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনোয়ার হোসাইন ও সহযোগীতা করেন দিপংকর কুমার দত্ত, ফিল্ড অফিসার বিএসটিআই, মোঃ নাজমুস সাদাত পরিদর্শক বিএসটিআই এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাম বিহিন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ডিংকো, রোবো, ম্যাংগো জুস, কাপ জেলি ও মসলা প্যাকেটিং নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও তাদের রেজিস্ট্রেশন সনদ নেই।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার দুই মালিক মো. মজনু মিয়া (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে, কারখানাটির উৎপাদিত সকল পন্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

Leave a Reply

scroll to top