ভারতকে লজ্জায় ডুবিয়ে সিরিজে লিড অস্ট্রেলিয়ার

New-Project-76-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল অজিরা।

সোমবার পঞ্চম দিনের খেলা শুরুর পর ১০ বলের মধ্যেই অজিদের ইনিংস গুটিয়ে যায়। ২২৮ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার নাথান লিওন ও স্কট বোল্যান্ড। এ দিন মাত্র ৬ যোগ করে অস্ট্রেলিয়া। ৪১ রানে লিওন আউট হলে ২৩৪ রানে অলআউট হয় অজিরা।  আগের দিন ৪ উইকেট তুলে নেওয়া ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহর আজ ৪ বল লেগেছে নাথান লায়নকে ফেরাতে। ৫৫ বলে ৪১ রান করে লায়ন বিদায় নিলে ২৩৪ রানে থামে অস্ট্রেলিয়া। আর তাতে ৩৪০ রানের লক্ষ্য পায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৯, বিরাট কোহলি ৫ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লোকেশ রাহুল। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋঝভ পন্থ মিলে শুরু ধাক্কা সামাল দেন। ৮৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৩ উইকেটে ১১২ রান তুলে ফেলে ভারতীয় দল। ক্রিজে তখন সেট হয়ে গেছেন ঋষভ পন্ত ও জইসওয়াল। তবে চা বিরতির পর বড় শট খেলতে গিয়ে পন্ত (৩০) বিদায় নিলে ভারতের সব আশা শেষ হয়ে যায়। পরবর্তী ৩৪ রান তুলতেই তারা হারায় শেষ ৭ উইকেট। জইসওয়াল সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে ২০৮ বলে ৮৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৭৯ ওভার ১ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নেন ৩টি করে উইকেট।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও এক পা দিয়ে রাখলো তারা।

Leave a Reply

scroll to top