১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন বিপ্লবের সূচনা হয়।যার প্রাপ্তি হিসেবে ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ টেস্ট স্ট্যাস্টাস পায়।এরপর একই বছর ১০ নবেম্বর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। বাংলাদেশের অভিষেক টেস্টে অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়, ভারতের সৌরভ গাঙ্গুলি। অভিষেক টেস্টে ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন আমিনুল ইসলাম। তবে দলগত পার্ফম্যান্সের কারণে হারে বাংলাদেশ দল।
এখন প্রশ্ন হলো বাংলাদেশের অভিষেক টেস্টের হিরোরা এখনো কি ক্রিকেটের সাথে যুক্ত আছেন নাকি অন্য পেশা? চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি।
নাঈমুর রহমান দুর্জয়
অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান।জাতীয় সংসদের সাবেক সদস্য, বিসিবির একজন সাবেক প্রভাবশালী পরিচালক। নাঈমুর বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের সাবেক প্রধান। খেলা ছাড়ার পর রাজনীতিক ও ক্রিকেট সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা নাঈমুর ভালোভাবেই খেলাটার সঙ্গে জড়িয়ে ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না।
আকরাম খান
পরবর্তীতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।তিনি জড়িয়ে আছেন ক্রিকেটে। তিনিও বিসিবির একজন পরিচালক। এর আগে প্রধান নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ক্রিকেট সংগঠকের পাশাপাশি ব্যবসায়ী পরিচয়ও আছে আকরামের। তার ভাতিজা দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান ও খেলেছেন জাতীয় দলে।
আমিনুল ইসলাম বুলবুল
বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী আমিনুলও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন। কাজ করছেন আইসিসির এশিয়া গেম ডেভেলপমেন্ট ব্যবস্থাপক হিসেবে। এর আগে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি)।যেখানে তার দায়িত্ব ছিল এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেয়া।
হাবিবুল বাশার
অনেক নাটকীয়তার পর অভিষেক টেস্ট দলে যায়গা হয় হাবিবুল বাসারের। হাবিবুল নিজেকে প্রমাণ করেছেন অভিষেক টেস্টেই। পরে তো বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। খেলা ছাড়ার পরও ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত রেখেছেন। গত প্রায় ১২ বছর তিনি বিসিবির নির্বাচক প্যানেলের একজন সদস্য ছিলেন।
খালেদ মাসুদ পাইলট
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া পাইলট বর্তমান ক্রিকেট থেকে একটু দূরে আছেন। মাঝে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় লিগে রাজশাহীকে সফল দলে পরিণত করার অন্যতম কারিগর এ পাইলট।
আল শাহরিয়ার
খেলোয়াড়ি জীবনে প্রতিভাবান আর স্টাইলিশ ব্যাটার হিসেবে পরিচিত আল শাহরিয়ার দেশ ছেড়ে নিউজিল্যান্ডে থিতু হয়েছেন প্রায় দের যুগ হলো। ২০০৮ সালে নিউজিল্যান্ডে পাড়ি দিয়ে এখন সপরিবার তিনি ‘সেটলড’ নেপিয়ারে। সেখানে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে নিজেকে জড়িয়েছেন আল শাহরিয়ার। ফলে নিজের দেশে না হলেও ক্রিকেটের সাথে যুক্ত আছেন এই স্টাইলিশ ব্যাটার।
মেহরাব হোসেন অপি
বর্তমানে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। মাঝেমধ্যে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের ম্যানেজার হিসেবেও সম্পৃক্ত হতে দেখা যায় তাঁকে।
তবে এবার কাজ করছেন দুর্বার রাজশাহীর ম্যানেজার হিসেবেই।
শাহরিয়ার হোসেন
খেলা ছাড়ার পর পরিণত হয়েছেন পুরোদস্তুর ব্যবসায়ী। পারিবারিক ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত শাহরিয়ার মাঝেমধ্যে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস ক্রিকেটে অংশ নিতে আসেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে পরে আর তিনি ক্রিয়ার সাথে যুক্ত থাকেন।
মোহম্মদ রফিক
খেলা ছাড়ার পর সতীর্থদের মতো ক্রিকেটে খুব একটা জড়িয়ে থাকতে পারেননি। একটু যেন নিভৃতেই সময় কাটে তার। বিপিএলের দুই মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে স্পিন পরামর্শক হিসেবে কাজ করতে দেখা গেছে তাঁকে। তবে এবারও রংপুর রাইডার্সের মেন্টর ও স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসিবুল হোসেন
ক্রিকেটের সঙ্গে হাসিবুলের বন্ধনটা এখনো অটুট। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের একজন নির্বাচক ও আকবর আলীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এখনো কাজ করছেন বাংলাদেশ পরবর্তী সুপার স্টার তৈরির কাজ।
বিকাশ রঞ্জন দাস
বাংলাদেশ ক্রিকেটের একটি আফসোসের নাম।যিনি ঐ একটি মাত্র টেস্ট ই খেলেছেন।পরে ধর্মান্তরিত হয়ে মাহমুদুর রহমান থেকে বিকাশ রঞ্জনে রুপান্তর হয়।তিনি বর্তমানে হিন্দু ধর্মে বিশ্বাসী।অভিষেক টেস্ট দলের তিনিই একমাত্র খেলোয়াড়, খেলা ছাড়ার পর যাঁর পথ ক্রিকেট থেকে একেবারে দূরে সরে গেছে। বর্তমানে কাজ করছেন একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে।
রাজিন সালেহ
বাংলাদেশ অভিষেক টেস্ট দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলা রাজিন। ক্রিকেটের সঙ্গে তার পথ চলা বহুদিনের এখনো চলছে। বছর কয়েক আগে পেশাদার ক্রিকেট ছাড়া রাজিন এখন ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবেই বেশি পরিচিত। এমনকি বিপিএলেও যুক্ত আছেন এই ক্রিকেটার।