বড় হয়ে কি হবে পরিমনির ছেলে ?

পরিমনি.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।
পরিমনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাই ফেসবুকে । এক ভিডিওতে জিজ্ঞেস করেন তার ছেলেকে । বড় হয়ে কী হবে তুমি হিরো নাকি ডিরেক্টর ? এ সময় মা-ছেলেকে বেশ হাসিখুশি দেখা গেছে।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে ছেলেসন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।পরী মায়ের মততায় আগলে রেখেছেন ছেলেকে।
সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ও ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

 

 

Leave a Reply

scroll to top