বটিয়াঘাটা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে ’ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি’ মেলা ও র্যালি। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় এ মেলা উদ্বোধন হয়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি দপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি দপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আঃ সামাদ। স্বাগত বক্তৃতা করেন বটিয়াঘাটা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, অবসর প্রাপ্ত অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় কৃষি দপ্তরের সকল উপসহকারী কৃষি অফিসারসহ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বটিয়াঘাটা উপজেলায় কৃষকদের উৎপাদিত কৃষি প্রদর্শনী স্টলের মাধ্যমে তুলে ধরা হয়। এসময় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। আলোচনা সভার পূর্বে এক র্যালি অনুষ্ঠিত হয়।