বইমেলায় রুবিনা আলমগীরের দীর্ঘশ্বাস

New-Project-39-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রুবিনা আলমগীর পেশায় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও নিভৃতচারি লেখিকা। লেখালেখি তার শখ। অবসরে লেখালেখি করতেই তার ভালো লাগে। গ্রামের কাদামাটিতে বেড়ে উঠা সেই শৈশব থেকেই তার লেখালেখি শুরু।

এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ‘দেশ মাটি মানুষ’ নামের একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হন। পরবর্তিতে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে লেখার হাতকে আরো নিপুন ও পাকাপোক্ত করেন রুবিনা আলমগীর। লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক পরিমন্ডলেও শৈশব থেকেই তার পদচারণা।

এর আগে মিউজিক্যাল ফিল্ম- অবুঝ মনের ভালোবাসা, শট ফিল্ম- নেশা ভালোবাসা সহ তিনটি গান লিখেছেন। গানগুলো হলো- তুই বড় বেঈমান, নিজের স্বার্থে বলিস যে তুই মিষ্টি মিষ্টি কথা, আমার পিছে ঘুরিয়া প্রেমেতে মজাইয়া। নিজের লেখা এই তিনটি গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন রুবিনা। অনেক শখের মাঝে গান গাওয়াও তার আরেকটি শখ।

অমর একুশে বইমেলা ২০২৪ এ তার লেখা প্রথম উপন্যাস “আত্মকান্না” বইটি প্রকাশিত হয়। জোনাকী প্রকাশনী থেকে প্রকাশ হয় বইটি। আত্মকান্না বইটির সাফল্যের ধারাবাহিকতায় এবার তার লিখা সত্য ঘটনা অবলম্বনে ২য় উপন্যাস দীর্ঘশ্বাস বইটি অমর একুশে বইমেলা ২০২৫ প্রকাশিত হলো। এবারের বইটিও পাওয়া যাবে জোনাকি প্রকাশনী ৬১৯-৬২২ নাম্বার স্টলে।

কলমের শক্তি দিয়ে সমাজকে বার্তা দিতে চান এই লেখিকা। যার কারণে ভার্চুয়াল এই আধুনিকতার জোয়ারেও কলমকে রেখেছেন নিজের নিত্যসঙ্গী হিসেবে। পড়াশোনা ও সাংস্কৃতিক অঙ্গনে সমান্তরাল প্রতিভার ছাপ রেখে স্নাতকের পাঠও চুকিয়েছেন তিনি। নান্দনিক কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে অর্জন করেছেন সার্টিফিকেট, মেডেল। পেয়েছেন প্রায় শতাধিক পুরষ্কার এবং স্বীকৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় নৃত্যশিল্পীর স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। এর পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ, মানবাধিকার সংস্থাসহ বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য ও দায়িত্বশীল পদে রয়েছেন।

তিনি একাধিক গুনে গুনান্বিত মানুষ লেখিকা রুবিনা আলমগীর ক্ষুরধার লেখনী দিয়ে তিনি পাঠককুলে স্থায়ী আসন গড়তে চান। সুন্দর আগামীর প্রত্যাশা ফুটে উঠে তার লেখার সুষমায়। তার প্রত্যাশা ও প্রাপ্তির সঠিক সমন্বয় ঘটুক। রুবিনা আলমগীরের অভিনিত ৫ টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় এর মাঝে আমার শেষ কথা ও পাহাড়ি মেয়ে চলচ্চিত্র দুটি সেন্সর জমা আছে এবং মুক্তির তালিকায় আরো আছে কবি, বাজি, আজান চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে রুবিনা আলমগীরের নিজের কন্ঠে গাওয়া পুরানো দিনের ৫ টি গান।

Leave a Reply

scroll to top