“ফাইনাল নিশ্চিত করবে আজকের বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ”

pa68er1c_ban-vs-pak_625x300_22_July_25.jpg
মো: আল মামুন স্পোর্টস ডেক্স

এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ৪১ রানের হারে সেমিফাইনালের মতো সমীকরণে ঠেলে দেওয়া হয়েছে লিটন দাসদের। টানা দুই জয়ে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারত। ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এখন অলিখিত সেমিফাইনাল। আজ রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সুপার ফোর শুরু করেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। পরে পাকিস্তানের কাছেও হেরেছে লঙ্কানরা, ফলে টানা দুই হারে বিদায় প্রায় নিশ্চিত তাদের। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ তাই কেবল আনুষ্ঠানিকতা।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত আত্মবিশ্বাসী ফাইনাল নিয়ে, বলেন—
“আর মাত্র দুটি ম্যাচ বাকি। যদি আমরা দুটোই ভালো খেলতে পারি, ট্রফি আমাদের হাতে থাকবে। বাংলাদেশের বিপক্ষে আমরা সম্প্রতি খেলেছি। আমাদের হাতে বিকল্প অনেক, সবচেয়ে বড় কথা ছন্দে ফিরছি।”

অন্যদিকে বাংলাদেশ কোচ ফিল সিমন্স এখনো ম্যাচ ধরে এগোতে চান। তার ভাষায়—
“এখনো আমরা ফেভারিট নই। সামনে দুটি ম্যাচ, প্রতিপক্ষও শক্তিশালী। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের ম্যাচ শেষেই ভাবছি পাকিস্তান নিয়ে, তারপর ফাইনাল।”

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে পাঁচবার জিতেছে টাইগাররা, বাকিগুলো পাকিস্তান। তবে সাম্প্রতিক সিরিজে পাকিস্তানকে হারানোর মধুর স্মৃতি নিয়েই মাঠে নামছে লিটন দাসের দল। অন্যদিকে শেষ ম্যাচে জয় পাওয়া পাকিস্তানও সমান তালে লড়বে ফাইনালে জায়গা পেতে।

এখন দেখার পালা—অলিখিত সেমিফাইনালের এই মহারণে হাসি মুখে কে ফাইনালে পা রাখে।

Leave a Reply

scroll to top