ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জানুয়ারিা) দুপুর ১২টা ২৮ মিনিটে মুন্সিবাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৩৮ মিনিটে। ফরিদপুর সদর ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বর্তমানে হতাহতদের এবং মাইক্রোবাসটি উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।