পুলিশ হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

New-Project-21-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নোয়াখালীতে পুলিশ হেফাজতে এক যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবদুর রহমান সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত সাইদুল হকের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে  ,নিহত আব্দুর রহমান ও আহত হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। সোমবার ভোররাতে যৌথবাহিনী হীরাপুর গ্রামের হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রহমান, সুরু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৫) গুলি ও অস্ত্রসহ আটক করে। পরে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, তাদের আটকের পর মারধর করা হয়। যে সময় তাদের আদালতে ওঠানো হয়। ওই সময় তাদের অবস্থা ভালো ছিল না। পরে আদালতের নির্দেশে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আহত হাবিব এখনও চিকিৎসাধীন আছেন। তাদের দাবি যদি যথাসময়ে চিকিৎসা করা যেতে তাহলে আব্দুর রহমানের মৃত্যু হতো না ।

Leave a Reply