নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: তারেক রহমান

New-Project-33.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একত্রে অবস্থান নিতে হবে। শুক্রবার (২রা মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এতো সময়ক্ষেপণ করছেন? এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে রাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে৷ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে৷ এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে।

তারেক রহমান আরও বলেন, “একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অন্তর্বর্তী সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে সব রাজনৈতিক দল জনগণের রায় অনুযায়ী নিজেদের অবস্থান নিতে পারে।”

তিনি দৃঢ়ভাবে জানান, “জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে হলে একটি সত্যিকারের জনগণের নির্বাচিত সরকারই একমাত্র পথ। আর তার জন্য প্রয়োজন ভোটাধিকার ও স্বাধীনভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা।”

Leave a Reply

scroll to top