চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে পাকিস্তান থেকে পণ্য নিয়ে এমভি ইউয়ান জিয়াং ফা ঝান নামের জাহাজ। পাকিস্তান থেকে চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দুবাই-করাচি হয়ে পাকিস্তানের জাহাজটি দ্বিতীয়বারের মতো বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
জানা গেছে, প্রথমবারের চেয়ে দ্বিতীয় ট্রিপে দ্বিগুণের বেশি কনটেইনার এনেছে জাহাজটি। এতে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতা, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, শুঁটকি, ইউপিএস, আলু, রেডিয়েটর কোর ইত্যাদি মালপত্র এসেছে। জাহাজটি কনটেইনার খালাস ও খালি কনটেইনার লোডের জন্য বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে আগামীকাল রবিবার। কনটেইনার লোড-আনলোড শেষ করতে দু’দিন লাগবে। যাওয়ার পথে জাহাজটি চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার জন্য ৪০০ টিইইউস (২০ ফুট দীর্ঘ হিসাবে) এবং মালয়েশিয়ার জন্য ৬০০ টিইইউস খালি কনটেইনার নিয়ে যাবে।
পাকিস্তান থেকে আসার পথে সংযুক্ত আরব আমিরাত থেকেও ১০ কনটেইনার খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ নিয়ে এসেছে জাহাজটি। আমিরাত ও পাকিস্তান থেকে এবার এসেছে ৮১১ একক কনটেইনার পণ্য, যার মধ্যে ৮৬ শতাংশই পাকিস্তানের।
এর আগে, গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল জাহাজটি।