দুই টেস্ট খেলতে বাংলাদেশে সাউথ আফ্রিকা দল

New-Project-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌছেছে সাউথ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। বুধবার সকাল পৌনে ৯টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়া দল।

আগামী  ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। চোটের কারণে সিরিজ খেলার নিশ্চয়তা না থাকলেও দলের সাথে সফর করছের প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলে প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। দ্বিতীয় টেস্টে বাভুমা খেলবেন কি না, সেটাও নির্ভর করছে তার সুস্থ হয়ে ওঠার ওপর।

প্রায় নয় বছর আগে ২০১৫ সালে বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলেছিল সাউথ আফ্রিকা। সবশেষ ২০১৫ সালের জুলাইয়ে দুটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে তারা।

২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি।

এদিকে প্রোটিয়াদের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন টাইগারদের সদ্য নিযুক্ত প্রধান কোচ ফিল সিমন্স। বাংলাদেশের মাটিতে পা রেখেই ছুটে গেছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। অধিনায়ক শান্তকে সাথে নিয়ে দেখা করেছেন ক্রিকেটারদের সাথে।

Leave a Reply

scroll to top