ঢাবি, বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা রাবি

New-Project-20.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পিছনে ফেলে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের স্থান দখল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

গত ২৭ জানুয়ারী প্রকাশিত ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং অনুসারে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পেছনে ফেলে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ হাজার ৪২২তম এবং বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

২০২৪ (জানুয়ারি) সালের প্রথম সংস্করণে রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয় আর দ্বিতীয় ( জুলাই) সংস্করণে রাবির অবস্থান ছিল দ্বিতীয়। এ বছর আরো একধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে প্রাচ্যোর ক্যামব্রিজখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি।

আর শীর্ষ অবস্থান থেকে ছিটকে গিয়ে অষ্টম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বৈশ্বিক অবস্থান ১ হাজার ৯৯৫। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪৭৪)। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৭০) তৃতীয় অবস্থানে আছে।

চতুর্থ অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৮৩), পঞ্চম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৮), ষষ্ঠ স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৪২), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৭০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৯৫) রয়েছে অষ্টম স্থানে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২২৮৭) নবম স্থানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২৩৬৭) দশম স্থানে রয়েছে। র‌্যাঙ্কিংয়ের বিস্তারিত জানতে এবং তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং কী?

ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং হলো বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর একটি আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ,যা স্পেনের cybermetrics Lab(Spanish National Research council ) পরিচালনা করে।এটি মূলত বিশ্ববিদ্যালয়ের ওয়েব উপস্থিতি, গবেষণা কার্যক্রম , একাডেমিক অবদান এবং ডিজিটাল কনটেন্টের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয় ।

এই র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুনগত মান ও বৈশ্বিক প্রভাব বোঝা যায়। প্রতিবছরের মতো এবারও বিশ্বের দুই শতাধিক দেশের ৩১হাজারের বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং – ২০২৫ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স।

Leave a Reply

scroll to top