ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ও ক্যাপ্টেন ফয়জুল্লাহর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তার সহপাঠীরা, খেলোয়াড়সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, ফয়জুল্লাহ বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ক্লাব আবাহনী লিমিটেডে খেলছেন। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন সময়েই তাঁর ওপর এই হামলা চালানো হয়।
চোখে পড়ার মতো নৈপুণ্য ও ভদ্রতা দিয়ে পরিচিত এই খেলোয়াড়ের ওপর এমন ন্যাক্কারজনক হামলায় মর্মাহত তার সহপাঠী ও ভক্তরা। একজন খেলোয়াড় হিসেবে যেমন মেধাবী, তেমনি ব্যক্তি জীবনেও ফয়জুল্লাহ অমায়িক ও ভদ্র—এমন মন্তব্য করেছেন তার ঘনিষ্ঠরা।
তারা বলেন, “এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, “একজন জাতীয় পর্যায়ের সম্ভাবনাময় খেলোয়াড়ের ওপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।”
ঘটনার পর ফয়জুল্লাহর শারীরিক অবস্থা এবং ম্যাচের অন্যান্য পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ও পেশাদার ক্লাব—উভয় পর্যায়েই ফয়জুল্লাহ তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য বেশ পরিচিত।