পিরোজপুরের জিয়ানগরে মো: রফিকুল ইসলাম রফিক (৫৪) নামে ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জিয়ানগর থানা পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) খুলনার যৌথ প্রচেষ্টায় খুলনার শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জিয়ানগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মো: রফিকুল ইসলাম রফিক (৫৪) জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানি সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানি গ্রামের হোছেন আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র কারবারি, ও নানা ধরনের চোরাই কাজের সাথে জড়িত ছিল। খুলনার বটিয়াঘাটায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি, বাগেরহাটে চুরি মামলা সহ তার নামে মোট ০৪টি মামলা রয়েছে।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত তাকে চুরি মামলায় ০৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি) জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের নির্দেশনায়, এএসআই (নিরস্র) মো. আলমগীর হোসেন ও কনস্টেবল মামুন হোসেনের তৎপরতায় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) খুলনা এর সহযোগিতায় খুলনা শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জিয়ানগর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, রফিকুল ইসলাম রফিক (৫৪) এর নামে জিয়ানগর থানা সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র, চুরিসহ মোট ৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি) এএসআই নিরস্ত্র আলমগীর হোসেন ও কনস্টেবল মামুন এর তৎপরতায় এবং রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) খুলন এর সহযোগিতায় খুলনার শিরোমনি এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।