জাতীয় পার্টির অফিসে হামলা-আগুন

news.webp
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ছাত্র-জনতার মিছিলে হামলার প্রতিবাদে জাতীয় পাটির কেন্দ্রীয় অফিসে হামলা-আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান একদল। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তাদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। এই হামলায় অপর পক্ষকে দায়ী করে দুই দল।

এদিতে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পাটি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার জাতীয় বইেমানদরে উৎখাত নিশ্চিত’।

প্রায় ৪০মিনিট ধরে আগুন জ্বলার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময়ের মধ্যে জাতীয় পাটির পুড়ে যায় জাতীয় পার্টি অফিসের নীচতলা।

Leave a Reply

scroll to top