ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর।

New-Project-27-8.jpg
নিজস্ব প্রতিবেদক

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

‘সন্ধিক্ষণ’ নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

তাঁর পরিবারের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এমন স্বপ্ন তাঁর। ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে প্রস্তুত করতে হবে। একটা টিউশন এজেন্সি থেকে মেয়ের জন্য টিউটর নেন তিনি। তিনিও (টিউটর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাম রিফাত। ভদ্রলোক রিফাতকে তাঁর মেয়ে ইরার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, তার ওপর ইরাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করার দায়িত্ব দেন।গল্পের সূত্র ইউটিউবে আসা একটি নাটক।

প্রথম নাটক হিসেবে বেশ ভালোই অভিনয় করেছেন। সুন্দর সাবলীল অভিনয় আর এই জুটিটাও বেশ লাগল।’ রাহুল দাশ নামে আরেক দর্শক লিখেছেন, ‘মেহজাবীনের নাটক জগতে জায়গা তার বোন নিয়েছে, অভিনন্দন মালাইকা।’ মালাইকার হাসির সঙ্গেও বোন মেহজাবীনের মিল খুঁজে পেয়েছেন অনেকে।

আচ্ছা, রিফাতের নামে ইরা কি অপবাদ দিয়েছিল? শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিল ইরা? প্রশ্নগুলোর উত্তর জানতে দেখে নিতে পারেন ‘সন্ধিক্ষণ’ নাটকটি

Leave a Reply

scroll to top