চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় সুজন—সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আয়োজিত এই কর্মসূচিতে আট দফা দাবি তুলে ধরেন বক্তারা। তাদের প্রধান দাবি—চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু করে সরাসরি রেল যোগাযোগ স্থাপন। বক্তারা বলেন, রেললাইন থাকা সত্ত্বেও আন্তঃনগর ট্রেন না থাকায় যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম এবং সঞ্চালনা করেন আবির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মো. মনোয়ার হোসেন জুয়েল। তিনি জানান, ন্যূনতম দাবিগুলো না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
এছাড়া বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, জামায়াতের আমির গোলাম রব্বানী, ধনজয় চ্যাটার্জী, আব্দুর রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে রেলস্টেশন মাস্টার ওবায়দুল হকের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। কর্মসূচিতে সুজনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে আবির এর সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. মনোয়ার হোসেন জুয়েল। ট্রেন অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, রবিউল ইসলাম রবি,জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী,বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।
আন্দোলনের উদ্যোক্তা মনোয়ার হোসেন জুয়েল বলেন ৮ দফা দাবীর মধ্যে নুন্যতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন তিনি।