ঘুষের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজা

tang-20250928161610.jpg
মো: আল মামুন আন্তর্জাতিক ডেস্ক

চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির আদালত। রবিবার জিলিন প্রদেশের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে। তবে তার শাস্তি আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে বলে আদালত জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থেকে তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে প্রায় ২৬৮ মিলিয়ন ইউয়ান, যা প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলারের সমান, ঘুষ গ্রহণ করেন। অপরাধ স্বীকার করায় আদালত তার মৃত্যুদণ্ডের সাজা দুই বছরের জন্য স্থগিত করেছে।

গত বছরের নভেম্বরে কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে। এর ছয় মাস আগে দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন হয় এবং আদালত রায় ঘোষণা করে।

এর আগে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছিল।

২০২০ সালে প্রেসিডেন্ট শি জিনপিং নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। তিনি পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের জনগণের কাছে একেবারে বিশ্বস্ত, সৎ ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তাং রেনজিয়ান ছিলেন গানসু প্রদেশের গভর্নর। এরপর তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং আবারও সতর্ক করে বলেন, দুর্নীতিই চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি এবং এই প্রবণতা এখনও বাড়ছে।

Leave a Reply

scroll to top