গুলিবিদ্ধ  অভিনেতা আজাদ, মা ও স্ত্রী হসপিটালে

New-Project-2025-02-23T174016.596.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারেরর আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতির উদ্দেশ্যে তাঁদের বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় ডাকাতদের আক্রমণে গুলিবিদ্ধ হন অভিনেতা। এ ছাড়া তাঁর স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নির্মাতা তপু খান। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অভিনেতার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব।

এই নির্মাতা বলেন, ‘আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে, তবে একটি নার্ভ কাজ করছে না। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।’  ছেলের কথা বলতে গিয়ে জ্ঞান হারালেন শহীদ শাকিলের মা ।

এ ঘটনায় ডাকাতদের কাউকে চেনা গেছে কি-না, জানতে চাইলে তপু খান বলেন, ‘এখনও আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি। আসলে আহতদের চিকিৎসা নিয়েই ব্যস্ত আছি।’

Leave a Reply

scroll to top