নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও অঞ্জনা।বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ তিনি।শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান তিনি।
বর্তমানে এই তারকার অবস্থা এখন ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। জ্বর ও রক্তে সংক্রমণের কারণে ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান।হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।অঞ্জনার অসুস্থতার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।তিনি বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে মা জ্বরে পড়েন। জ্বর না কমলে গেল ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু এখনও সুস্থ হননি। এখন তার অবস্থা ভালোমন্দ কিছুই বলা যাচ্ছে না।’ তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, তার মায়ের হিমোগ্লোবিন কমে গেছে। আরও অনেক দিন হাসপাতালে থাকতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে।
এক সময়ে ঢাকাই সিনেমার অন্যতম মুখ অঞ্জনা রহমান।‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
২০০৮ সালে মুক্তি পায় অঞ্জনার সর্বশেষ সিনেমা ‘ভুল’। তবে সিনেমায় বর্তমানে নিয়মিত না থাকলেও সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত মুখ তিনি।