গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাচলেন নিঝুম

New-Project-48-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দেশে জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই নানান আলোচনা সমালোচনা চলছে। কারণ দেশে ছিনতাই অপহরণ বেড়ে গেছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণে বেচে ফিরলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা।মঙ্গলবার ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টা নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন ,আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০।

বিষয়টা আমার কাছে সন্দেহ লাগলে আমাকে সেখানেই নামিয়ে দিতে বলি চালককে । তখন সে আমাকে বলে চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাচাও বাচাও করে চিৎকার করতে থাকি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমরা  নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে লাফ না দিতাম তাহলে আমাকে খুজে পাওয়া যেত কি?

প্রসঙ্গত ২০১৩ সালে জাকির হোসেন রাজুর-  এর বেশি ভালোবাসা যায় না  সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর  অনেক সাধনার পরে, মেঘকন্যা, বেসামাল নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে  দুই মা এবং  বন্ধু তুই আমার নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।

Leave a Reply

scroll to top