বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তাঁর ফিটনেস এবং সৌন্দর্যে সবাই যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন।বয়স ৪০ পেরিয়েছে। দেখে বোঝার উপায় নেই ৪১ বছরেও তারুণ্যের দীপ্তি ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই একই রকম ছিপছিপে গড়ন আর জেল্লাদার ত্বক অভিনেত্রীর।এখন ক্যাটরিনার ডায়েট ও ফিটনেস নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা চলে সবচেয়ে বেশি।
কিন্তু কী খেয়ে এমন চেহারা ধরে রেখেছেন, সেই কথাই জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ শ্বেতা শাহ। তাঁর কথায়, “খাওয়াদাওয়া নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা করেন না ক্যাটরিনা। একই রকম সাদামাঠা খাবার দিনে দু’বার খান। তাঁর সারা দিনের ডায়েটে থাকে দুটিই মিল।” রাতের খাওয়া সেরে নেন সন্ধের মধ্যেই। তাড়াতাড়ি ঘুম ও ভোরে উঠে শরীরচর্চাই ক্যাটরিনাকে ফিট রেখেছে বলে জানিয়েছেন শ্বেতা।
এ পুষ্টিবিদ বলেন, রুটিনমাফিক প্রতি দিন কিশমিশ, মৌরি, খেজুর খান অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে কখনো তরল ডায়েটও করতে হয় তাকে। তখন আমলকীর রস, লাউয়ের রস, ধনেপাতার রস খেয়েই থাকেন তিনি। শ্বেতা শাহ বলেন, ক্যাটরিনার সকাল শুরু হয় লাউয়ের রস দিয়ে। যদি লাউ না থাকে, তা হলে আমলা, পুদিনা ও শসার রস খান। নিয়মিত মেথি ভেজানো পানি খান ক্যাটরিনা।
পুষ্টিবিদ আরও বলেন, যদি দিনে দুবার খেতে হয়, সে ক্ষেত্রে সকালের খাবার একটু দেরি করে খাওয়াই শ্রেয়। আর দ্বিতীয় মিল সন্ধ্যা নাগাদ খেয়ে নেওয়া জরুরি। তা হলেই ভারসাম্য বজায় থাকবে বলে জানান শ্বেতা শাহ।