কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করলো পরিবার

New-Project-97-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। খবর পিটিআইর

আজ সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘তিনি খুব শান্তিপূর্ণভাবে মারা গেছেন। সান ফ্রান্সিসকোর সময় বিকেল চারটায় মারা যান তিনি।

এর আগে গতকাল জাকির হোসেনের প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানান। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যমও খবরটি প্রচার করে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশের কথাও জানানো হয়।

পরে আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে বলেছেন, তিনি জাকির হোসেনের ভাতিজা। জাকির হোসেন মারা যাননি। চাচার শারীরিক সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া চান।

এর পরপর ওস্তাদ জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে বলেন, ‘এ মুহূর্তে আমার ভাই গুরুতর অসুস্থ। আমরা ভারত ও বিশ্বব্যাপী তার সব ভক্ত-অনুরাগীর প্রতি তার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’

Leave a Reply

scroll to top