কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

New-Project-100.jpg
নিজস্ব প্রতিবেদক

বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা “এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা বিআরডিবির বাস্তবায়নাধীন পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০জন কিশোরী শিক্ষার্থীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুজ্জামান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের সচেতনতামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার সব আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামসুর রহমান মিজান।
অনুষ্ঠান শেষে মেয়াদোত্তীর্ণ ০৭ জন শিক্ষার্থীকে চেক বই ও উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন ও সবার মঙ্গল কামনা করেন।

Leave a Reply

scroll to top