এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেওয়া হুমকি

New-Project-2025-01-01T030643.544.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এমন হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা।

ভারতের গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির এলাকায় বসতে যাচ্ছে তাদের বার্ষিক মেলা। সেখানে আসা নাগা সাধু তারপারি বলেন, বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তো সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কি করবে?

আর এক নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার-প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না।

Leave a Reply

scroll to top