বাড়ছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি। নতুন করে পরিষদে যুক্ত হচ্ছেন আরও অন্তত পাঁচ থেকে সাতজন। উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। যাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নামও।
দেশের প্রথম সারির গণমাধ্যমের বরাতে জানা গেছে, রবিবার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পেয়েছেন ফারুকী। এছাড়া আমন্ত্রণ পাওয়ার তালিকায় আরও রয়েছে অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নাম।