গ্যাবা টেস্ট শেষ হতেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে ম্যাচের পর অশ্বিন জানিয়ে দেন, তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না। সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন।
ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কোনও ফেয়ারওয়েল ম্যাচ নয় সরাসরি বিদায়। ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছেন অশ্বিন। ব্রিসবেনের পর থেকে ভারতের ড্রেসিংরুমেও আর দেখা যাচ্ছে না এই অফস্পিনিং অলরাউন্ডারকে। চলতি সিরিজে একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি। তাতে ৫৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। নিজের সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন মোটে ৯ উইকেট।
ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেন। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিনের মোট উইকেট ৫৩৭ এবং গড় ২৪। অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায়। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট।
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে অশ্বিন মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। অ্যাডিলেডে দিন রাতের ম্যাচটা খেলেন তিনি। অস্ট্রেলিয়া আসার আগে ভারত ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড সিরিজ় খেলেন ও যেটায় হোয়াইটওয়াশ হতে হয়। সেই সিরিজ়ে অশ্বিন মাত্র ৯টি উইকেট নিতে পেরেছেন ৪১.২২ গড়ে।